নির্বাচনের সময় দায়িত্ব পালনে সমস্যা হবে না : আইজিপি

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

নির্বাচনের সময় দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল বুধবার বরিশালের পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে সব ধরনের দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে পুলিশ। এরই মধ্যে আমাদের যে লোকবল সংকট ছিল তা দূর করেছেন প্রধানমন্ত্রী। তাই নির্বাচনের সময়ে দায়িত্ব পালন করতে কোনো সমস্যা হবে না। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা এটি ধরে রাখতে চাই।

এ সময় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল জোনের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ ও নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগ তুলে সাংবাদিকরা আইজিপির অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়ে রাস্তায় বসে প্রতিবাদ জানান।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com