
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ব্যবসায়ীবান্ধব সরকার। সরকার ব্যবসায়ীদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়ে নির্বিঘ্নে ব্যবসার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমিও ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদের সম্মান করি। ব্যবসায়ীদের যে কোনো প্রয়োজনে আমাকে সবসময় পাশে পাবেন। আমি মেয়র নির্বাচিত হলে সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে সবসময় কাজ করে যাব।
গতকাল বৃহস্পতিবার নগরীর একটি অভিজাত কনভেনশন হলে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসন ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি যদি ২১ জুনের নির্বাচনে বিজয়ী হতে পারি, তা হলে এসব নিয়ে সরকারের উচ্চপর্যায়ে কথা বলে একটা সমাধানের চেষ্টা করব। আপনারা আমাকে সহযোগিতা করুন। আমি সিলেটের জন্য কাজ করতে চাই।
সংগঠনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাজোয়ান আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী গাজী জাফর সাদেক কয়েস, সাবেক অধ্যক্ষ সিরাজুল হক সিরাজ, বিশিষ্ট আইনজীবী সামসুজ্জামান জামান, বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ, হুমায়ুন আহমদ, অ্যাডভোকেট নাদিম রহমান, সাব্বির আহমদ, মনির আহমদ প্রমুখ।