
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে হিন্দু সম্প্রদায়ের আধ্যত্মিক গুরু শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩তম তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বারদীর শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর নাগ মন্দিরে এ সভা হয়। তিরোধান উৎসব আগামী ২ জুন থেকে শুরু হবে।
সোনারগাঁ উপজেলার নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল। এ সময় লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।