চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষে মারামারি

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষে মারামারি

চট্টগ্রাম কলেজে ফের ছাত্রলীগের দুপক্ষে মারামারির ঘটনা ঘটেছে। বিবদমান গ্রুপ দুটি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারী হিসেবে পরিচিত। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি কিছুটা থমথমে হয়ে গেলেও দুপুর দেড়টার দিকে ফের মুখোমুখি অবস্থান নেয় পক্ষ দুটি।

কলেজের সাধারণ শিক্ষার্থীরা জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। দুদিন আগে চকবাজার এলাকায় সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীরা একজনকে ‘অপমান’ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে সবুজ গ্রুপের ওপর চড়াও হয় মাহমুদুলের অনুসারীরা। এরপর দুপুরের দিকে লাঠিসোটা নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নেওয়ার চেষ্টা করলে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোজাহেদুল ইসলাম কালবেলাকে বলেন, ‘শুনেছি সবুজ গ্রুপ মাহমুদুলের ছোটভাইকে গতকাল অপমান করেছিল। পরে এটা নিয়ে আজকে সকালে দুই গ্রুপ ঝামেলা করেছে। তবে মারামারি হয়নি।’

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, লাঠিসোটা ও রডের আঘাতে দুপক্ষের ৫ থেকে ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র সাফায়েত করিম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন বলে দাবি করেন মাহমুদুল করিম। চকবাজার থানার ওসি মনজুর কাদের মজুমদার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মারামারির কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে কেউ অভিযোগও করেনি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com