
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়াতে ভারত, মিয়ানমার ও থাইল্যান্ডের ত্রিদেশীয় মহাসড়কে বাংলাদেশকে নিতে রাজি হয়েছে থাইল্যান্ড। প্রতিবেশী বন্ধুদেশ ভারত আগেই সম্মতি দিয়েছে। এবার মিয়ানমারের সম্মতির অপেক্ষা করছে সরকার। ঢাকা-ব্যাংকক তৃতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক (ফরেন অফিস কনসালটেশন-এফওসি) শেষে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি বাংলাদেশের নেতৃত্ব দেন। থাইল্যান্ডের নেতৃত্ব দেন দেশটির স্থায়ী পররাষ্ট্র সচিব সারুন চারুয়েনসুওয়ান।
পররাষ্ট্র সচিব বলেন, শুধু রোড কানেক্টিভিটি নয়, আমরা আকাশ ও সমুদ্র কানেক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। বিমান যোগাযোগ আরও বাড়াতে থাইল্যান্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক প্রস্তুত রয়েছে।
বিমসটেকের অধীনেও কানেক্টিভিটি হতে পারে। থাইল্যান্ড খুব শিগগির বিমসটেক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এরই মধ্যে সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।