
বিনিয়োগকারীদের ৬৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজ এবং এর পর্ষদের বিরুদ্ধে ঢাকা স্টক এক্সচেঞ্জ মনোনীত কর্মকর্তা যথাযথ আইনগত ব্যবস্থা নিতে পল্টন মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের অপরাধ দুদকের তফসিলভুক্ত। তাই অভিযোগটি জিডি আকারে নিয়ে পরবর্তী ব্যবস্থা নিতে দুদকে পাঠায় পল্টন থানা। কমিশন অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য উপপরিচালক মো. রফিকুজ্জামান ও উপপরিচালক মো. তানজির হাসিব সরকারের সমন্বয়ে একটি টিম গঠন করে।