ইভিএমে ভোট দিতে না জানলে সঙ্গে সাহায্যকারী নিতে পারবেন 

ইভিএমে ভোট দিতে না জানলে সঙ্গে সাহায্যকারী নিতে পারবেন 

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের উদ্দেশে বলেন, কেন্দ্রে দায়িত্বপালনকালে আপনার কনফিডেন্স লেভেলটা ডেভেলপ করে ফেলবেন। যেখানে আপনার কনফিডেন্স লেভেল থাকা দরকার হবে, সেখানে যাতে কোনো রকমের শৈথিলতা না থাকে। 

গতকাল শনিবার গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভার বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলাদের ব্যাপারে সবসময় সচেতন থাকার কথা স্মরণ করে মহাপরিচালক বলেন, তাদের ব্যাপারে আপনারা সবসময় সচেতন থাকবেন। মহিলাদের আঙুলে যখন কালি মাখাবেন, তখন যতটা পারেন তাদের আঙুলটা টাচ না করে কালি লাগাবেন। ভোট কেন্দ্রে অনেক সময় মা-বোনরা কোন জায়গায় টিপ দিতে হবে তা সে ভালো করে জানেন না। তাহলে তাকে হেল্প করার জন্য তারই লোক নিয়ে আসার কথা। আর যিনি হেল্প করবেন তার নাম, এনআইডি নম্বর, তার ভোটার নম্বর সবকিছু আপনি লিপিবদ্ধ করে রাখবেন। তার সঙ্গে রিলেশনশিপ কি, তিনি কোন প্রার্থীর পক্ষে কি না সেটাও আপনাকে ডিটারমাইন্ড থাকতে হবে। পরে তাকে ভোটারের সঙ্গে গোপন কক্ষে যেতে দেবেন। এর আগে তাকে বুথে যেতে দেবেন না।

তিনি বলেন, আপনার যদি পান বা সিগারেট খাওয়ার অভ্যাস থাকে নিজের বাড়ি থেকে পান ও সিগারেট নিয়ে যাবেন। কেন্দ্রে অন্যের দেওয়া কিছু খাবেন না। কারণ ভোট কেন্দ্র বিতর্কিত করার জন্য কেউ যদি আপনাকে সিগারেট বা পানের সঙ্গে ঘুমের ঔষধ ব্যবহার করে, তাহলে আপনার কার্যক্রম সেখানে সমাপ্ত করতে পারবেন না। ভালো করে বুঝেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, আইডেন্টিফিকেশন সিস্টেম ফর অ্যানহ্যান্সিং একসেস টু সার্ভিসের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, উপসচিব রাশেদুল ইসলাম, গাজীপুর জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম এবং দুই শতাধিক প্রিসাইটিং অফিসার উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com