কারাবন্দি রিজভীকে নির্যাতনের অভিযোগ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।পুরোনো ছবি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কারাবন্দি রুহুল কবির রিজভীকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন পেশাজীবী নেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন নেতারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে ‘নাগরিক সমাজ’র উদ্যোগে এ সমাবেশ হয়।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক নেতা রাশেদুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, কাদের গণি চৌধুরী, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

এদিকে রিজভীর মুক্তির দাবিতে গতকাল দুপুরে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন মিছিলে নেতৃত্ব দেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com