র‍্যাবের গাড়িতে ডাকাতি চেষ্টা, অস্ত্রসহ আটক ৮

র‍্যাবের গাড়িতে ডাকাতি চেষ্টা, অস্ত্রসহ আটক ৮
প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাবের টহল গাড়িতে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্যকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১-এর টহলরত দুটি গাড়িতে সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্যদের ডাকাতির চেষ্টাকালে তাদের আটক করা হয়।

গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকায় র‌্যাব-১১ স্থানীয় ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার ও উপপরিচালক মুনিরুল আলম।

আটকরা হলেন মো. সুজন (২০), মো. রাসেল (২৭), মো. আলাউদ্দিন (১৯), মো. বাদশা হোসেন দিপু (২৩), মো. সাব্বির (১৯), মো. হাবিবুর রহমান (১৯), মো. মিন্টু (২৩), মো. সিয়াম (১৯)। উদ্ধার দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে—একটি রামদা, তিনটি চায়নিজ কুড়াল, একটি স্টিলের তৈরি চাপাতি, একটি বড় ছোরা, একটি হাতুড়ি এবং একটি শাবল।

মুনিরুল আলম জানান, ডাকাত চক্রকে নির্মূল করতে বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১ ব্যাটালিয়নের দুটি দল সাদা পোশাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল ডিউটি পালন করছিল। একটি দল মুন্সীগঞ্জে গজারিয়া থানার চর বাউসিয়া এলাকায় যানজটে আটকা পড়ে। ওই সময় সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে ডাকাতির উদ্দেশ্যে একদল সশস্ত্র ডাকাত র‌্যাবের গাড়িটি ঘিরে ফেলে। এক পর্যায়ে ডাকাত দল গাড়ির ওপর চড়াও হয়ে হানা দিলে সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া দেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা গত দুই বছরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অর্ধশতাধিক ডাকাতি করেছে বলে স্বীকার করেছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com