দ্বিতীয় দফায় মিয়ানমারের প্রতিনিধিদল টেকনাফে

দ্বিতীয় দফায় মিয়ানমারের প্রতিনিধিদল টেকনাফে

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আলোচনার জন্য দ্বিতীয় দফায় মিয়ানমার সরকারের ১৪ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজার জেলার টেকনাফে এসে পৌঁছেছে। গতকাল প্রতিনিধিদলটি নাফ নদ হয়ে টেকনাফ জেটিতে এসে পৌঁছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের কাছে বাংলাদেশ রোহিঙ্গাদের যে তালিকাটি পাঠিয়েছিল, তা যাচাই করতে মিয়ানমারের প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক করবে। তালিকাভুক্ত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবে। দলটি কোনো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে না। এর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে মানবিক আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে প্রথম তালিকার ১৬৮ পরিবারের ৪৮০ জনের তথ্য যাচাই-বাছাই ও সাক্ষাৎকার নিতে মিয়ানমারের ১৭ সদস্যের টেকনিক্যাল টিম গত ১৫ মার্চ টেকনাফে এসেছিল।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com