বরিশাল ব্যুরো ও নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ১১:২০ এএম
প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলে ২২ দোকান ছাই

টাঙ্গাইলে ২২ দোকান ছাই

টাঙ্গাইলের নাগরপুরে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে গেছে। অন্যদিকে বরিশাল নগরীর নতুন বাজার আদি শ্মশান বস্তিতে আগুনে সাতটি ঘর ভস্মীভূত হয়েছে।

নাগরপুর উপজেলার সহবতপুর বাজারে রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুর রহমান আনিস বলেন, গত শুক্রবার গভীর রাতে সহবতপুর বাজারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, প্রাথমিকভাবে তা জানা যায়নি।

সহবতপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুয়েল মিঞা বলেন, এ অগ্নিকাণ্ডে কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদি হাসান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

অন্যদিকে বরিশাল নগরীর নতুন বাজার আদি শ্মশান বস্তিতে আগুনে সাতটি ঘর পুড়ে গেছে। এতে সাতটি পরিবার সর্বস্ব হারিয়েছে বলে অভিযোগ করেছেন। গতকাল শনিবার ভোর ৬টার দিকে এই আগুনের সূত্রপাত।

বরিশাল সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন জানান, বৈদ্যুতিক গোলযোগে নতুন বাজার আদি শ্মশান বস্তির নিরোধ বাড়ৈর ঘর থেকে আগুনের সূত্রপাত। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ছয়টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে বরিশাল সদর ও দক্ষিণ ফায়ার স্টেশনের দুটি করে চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডে নতুন বাজার অমৃতাঙ্গনের পেছনে ওই বস্তির সেলিম সর্দার, নিরোধ বাড়ৈ, তপন বিশ্বাস, তরুণ ঘোষ, জামাল, কালু ও সুনীলের টিনের ঘর পুড়ে গেছে। এলাকাবাসীর দাবি, আগুনে সাতটি ঘরের কম হলেও ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত দিপু ঘোষ জানান, প্রতিবেশী সেলিম সর্দারের স্ত্রী পেয়ারা বেগম ডাক দিয়ে জানিয়েছে ঘরে আগুন ধরার কথা। নিরোধের ঘর থেকে আগুন ধরেছে। অগ্নিকাণ্ডে তাদের ঘরের সব মালপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন ওই নারী।

ক্ষতিগ্রস্ত স্বপন ঘোষ বলেন, ঘুমের মধ্যে আগুন ধরেছে। টের পেয়ে উঠে প্রথমে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করি। পরে দুই সন্তানকে নিয়ে বের হই। পরে আগুনের তাপে আর ভেতরে প্রবেশ করতে পারিনি। ঘরের সব মালপত্র পুড়ে গেছে বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে ফিলিস্তিনের ভাগ্য চূড়ান্ত হবে কাল

লুনিনের কৃতিত্বে সেমিতে রিয়াল

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ঘাতক ট্রাকের চালক-হেলপার আটক

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

আলোচনা, গান ও কবিতায় মুজিবনগর দিবস উদযাপিত

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টির মধ্যে তুরস্ক সফরে যাচ্ছেন ইসমাইল হানিয়া

ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েও পিছু হঠে ইসরায়েল

এবার ইসরায়েলে লেবাননের হামলা, ১৪ সেনা আহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা প্রাণ গেল দুজনের

পরীমনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই

১০

দুর্ঘটনায় মা ও ছোট বোনকে হারিয়ে পাগলপ্রায় মিনা-মিলি

১১

চবির শাটল ট্রেনের নিচে পড়ে কিশোরের মৃত্যু

১২

‘আমার চেয়ে খারাপ লোক এ জেলাতে হয় নাই, হবে না’

১৩

শিশু জন্মে অস্ত্রোপচার বিষয়ক সাম্প্রতিক ঘটনায় কমিশনের পদক্ষেপ

১৪

সড়ক দুর্ঘটনা নিয়ে সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই : বিএনপি 

১৫

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

১৬

৯ মাস পর ইউজিসিতে ফিরলেন চেয়ারম্যান

১৭

বৃহস্পতিবার প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু

১৮

বেপরোয়া হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল

১৯

নারী কয়েদির সঙ্গে কারারক্ষীর অনৈতিক সম্পর্ক, দেখে ফেলায় নির্যাতন

২০
*/ ?>
X