
টাঙ্গাইলের নাগরপুরে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে গেছে। অন্যদিকে বরিশাল নগরীর নতুন বাজার আদি শ্মশান বস্তিতে আগুনে সাতটি ঘর ভস্মীভূত হয়েছে।
নাগরপুর উপজেলার সহবতপুর বাজারে রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুর রহমান আনিস বলেন, গত শুক্রবার গভীর রাতে সহবতপুর বাজারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, প্রাথমিকভাবে তা জানা যায়নি।
সহবতপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুয়েল মিঞা বলেন, এ অগ্নিকাণ্ডে কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদি হাসান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
অন্যদিকে বরিশাল নগরীর নতুন বাজার আদি শ্মশান বস্তিতে আগুনে সাতটি ঘর পুড়ে গেছে। এতে সাতটি পরিবার সর্বস্ব হারিয়েছে বলে অভিযোগ করেছেন। গতকাল শনিবার ভোর ৬টার দিকে এই আগুনের সূত্রপাত।
বরিশাল সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন জানান, বৈদ্যুতিক গোলযোগে নতুন বাজার আদি শ্মশান বস্তির নিরোধ বাড়ৈর ঘর থেকে আগুনের সূত্রপাত। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ছয়টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে বরিশাল সদর ও দক্ষিণ ফায়ার স্টেশনের দুটি করে চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডে নতুন বাজার অমৃতাঙ্গনের পেছনে ওই বস্তির সেলিম সর্দার, নিরোধ বাড়ৈ, তপন বিশ্বাস, তরুণ ঘোষ, জামাল, কালু ও সুনীলের টিনের ঘর পুড়ে গেছে। এলাকাবাসীর দাবি, আগুনে সাতটি ঘরের কম হলেও ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত দিপু ঘোষ জানান, প্রতিবেশী সেলিম সর্দারের স্ত্রী পেয়ারা বেগম ডাক দিয়ে জানিয়েছে ঘরে আগুন ধরার কথা। নিরোধের ঘর থেকে আগুন ধরেছে। অগ্নিকাণ্ডে তাদের ঘরের সব মালপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন ওই নারী।
ক্ষতিগ্রস্ত স্বপন ঘোষ বলেন, ঘুমের মধ্যে আগুন ধরেছে। টের পেয়ে উঠে প্রথমে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করি। পরে দুই সন্তানকে নিয়ে বের হই। পরে আগুনের তাপে আর ভেতরে প্রবেশ করতে পারিনি। ঘরের সব মালপত্র পুড়ে গেছে বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।