রাঙামাটিতে পিকনিক বাস উল্টে নিহত ২

রাঙামাটিতে পিকনিক বাস উল্টে নিহত ২
প্রতীকী ছবি

রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়িতে পিকনিকের বাস উল্টে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

পিকনিক বাসের সবাই চট্টগ্রাম ব্রিকস অ্যান্ড ক্লে ওয়ার্কস লির কর্মী। গত শুক্রবার সকালে তারা চট্টগ্রাম থেকে রাঙামাটিতে বেড়াতে আসেন। সন্ধ্যায় রাঙামাটি থেকে চট্টগ্রাম ফেরার পথে শহরের মানিকছড়ির ঢালু সড়কে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বাসের যাত্রী মো. হানিফ জানান, রাঙামাটি পর্যটন কমপ্লেক্স থেকে বাস ছাড়ার পর পর্যটন এলাকা এবং শহরের পুরোনো বাসস্টেশন এলাকায় দুই দফা দুর্ঘটনায় পতিত হয়। পরে গাড়িটি সাময়িক মেরামত করে আবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। তখন গাড়িতে ১৫ জনের মতো যাত্রী ছিলেন। গাড়িটি মানিকছড়ির বাঁকের ঢালু রাস্তায় নামার সময় উল্টে যায়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিমুল মো. রফি বলেন, দুর্ঘটনার সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমরা টিম নিয়ে উদ্ধার কাজ শুরু করি। এখনো পর্যন্ত দুজনের মৃতদেহ উদ্ধার করেছি। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেন সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্ট সদস্যরা।

এদিকে রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com