প্রতীকী ছবি।
দেশকাল
ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১৯ বছর পর গ্রেপ্তার
ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার ফতুল্লা থানার উত্তর হাজীগঞ্জ থেকে আমির হোসেনকে (৩৭) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমির আকতার হোসেনের ছেলে। গত মঙ্গলবার নারায়ণগঞ্জের আদালত আমির হোসেনসহ ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার ৪৮ ঘণ্টার
মধ্যে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর দীর্ঘ ১৯ বছর আমির হোসেন ও তার সহযোগীরা পলাতক ছিল।
বৃহস্পতিবার র্যাব-১১-এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৪ সালের ১০ এপ্রিল রাতে গার্মেন্ট থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে (১৩) অপহরণের পর পিটালীপুল রহমান ডাইংয়ের পাশের একটি মেছে নিয়ে যায়। সেখানে নিয়ে আমির হোসেনসহ তার সহযোগীরা ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।