আনোয়ারায় ১৪ হাটবাজারের ইজারা সম্পন্ন

চট্টগ্রাম ম্যাপ।
চট্টগ্রাম ম্যাপ।

চট্টগ্রামের আনোয়ারায় ২০টি হাটবাজারের মধ্যে ১৪টি হাট-বাজারের ইজারা সম্পন্ন হয়েছে। সরকারি ইজারা মূল্য বেশি হওয়ায় বারখাইন তৈলারদ্বীপ পশুহাটে কোনো দরপত্র পড়েনি। অন্যদিকে ৫টি হাটবাজারের ইজারা মূল্য কম ও দরপত্র না আসায় পুনঃদরপত্রের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল ইউএনওর কার্যালয়ে ইজারা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা যায়, গতবছর আনোয়ারার তৈলারদ্বীপ পশুরহাট ভ্যাটসহ ৬ কোটি টাকায় ইজারা হয়। কিন্তু এবার ৫ কোটি ৭১ লাখ ৩৪ হাজার সরকারি মূল্যে দরপত্র আহ্বান করা হলেও সাড়া দেননি কেউ। এ ছাড়াও নানা কারণে ইজারা হয়নি বারশতের মিন্নত আলী দোভাষীহাট, পারকিহাট, রায়পুর জইদ্দারহাট, বারখাইনের হাজিরহাট, হাইলধরের খাসখামা খোদারহাট।

ইজারাকৃত হাট-বাজারের মধ্যে চাতরী চৌমুহনী বাজার পেয়েছেন যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, হাইলধরের পালেরহাট মো. জাহাঙ্গীর আলম, পরৈকোড়ার মামুন খান বাজার মোহাম্মদ ওসমান, বরুমছড়ার কানু মাঝিরহাট সায়েম সিদ্দিক, বটতলীর আন্নর আলী সিকদারহাট শাহাবুদ্দিন, মালঘর বাজার সৈয়দ নুর, বটতলী ওয়াহেদ আলী চৌধুরীহাট ফেরদৌস রহমান, কেবি ছত্তারহাট সুয়াইবুল ইসলাম, রায়পুরের ফকিরহাট মোহাম্মদ ওসমান, দোভাষী বাজার আবদুর রহমান, মহালখান বাজার রূপণ বসু, কালীবাড়ি কামরুল ইসলাম ও জয়কালী বাজার জাহাঙ্গীর খান।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com