
কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের টাওয়ার ফুলতলা নামক স্থানে রাজবাড়ীগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহত পারভেজ হোসেন (১৯) চৌরঙ্গী এলাকার আবু বক্করের ছেলে ও অন্যজন তার বন্ধু মুছা শেখ (১৮) জগন্নাথপুরের ইছাহকের ছেলে। দুজনই স্থানীয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ঘটনাস্থল থেকে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শাহাবুদ্দিন জানান, খোকসার আবু তালেব ডিগ্রি কলেজের শিক্ষার্থী পারভেজ তার বন্ধু মুছাকে নিয়ে একই মোটরসাইকেলে শিমুলিয়ার ইউটিউব ভিলেজে বেড়াতে যাচ্ছিলেন। চাপা দেওয়া বাসটি দ্রুত পালিয়ে যায়।