গবেষণায় বরাদ্দ বাড়ানোর কাজ চলছে : কে এম খালিদ

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদপুরোনো ছবি

গবেষণায় বরাদ্দ খুবই অপ্রতুল, এটি বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল শনিবার সকালে রাজধানীর নিমতলীতে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত সেমিনার উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কৃষি খাতের গবেষণা নিয়ে আশাবাদী, আর চিকিৎসা খাতের গবেষণা নিয়ে উদ্বিগ্ন। কারণ, চিকিৎসকরা শুধু প্র্যাকটিস নিয়ে ব্যস্ত। তারা গবেষণা করতেই চান না। সেই জায়গা থেকে এশিয়াটিক সোসাইটি আলাদা। যার জন্মই হয়েছে গবেষণা করার লক্ষ্যে।

‘বাংলাদেশে রাষ্ট্রীয় উন্নয়ন : সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হাফিজা খাতুন। এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের পরিচালনায় বক্তব্য দেন এএসবির সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক প্রমুখ। সেমিনারে আরও বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক লুৎফর রহমান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, এশিয়াটিক সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাব্বির আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আল মাসুদ হাসানুজ্জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ, ঢাবির অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী, অধ্যাপক ড. আবদুল মালেক, বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউর রহমান, অধ্যাপক ড. এজাজ হোসেইন, অধ্যাপক ড. মুনাজ আহমেদ নুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মইন-উস সালাম, খনিজ প্রকৌশলী ড. মুশফিকুর রহমান, ঢাবির অধ্যাপক ড. উপমা কবীর এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com