কমলগঞ্জে মনিপুরী ভাষা উৎসব

তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মনিপুরী ভাষা উৎসব উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মনিপুরী ভাষা উৎসব উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।ছবি : কালবেলা

মনিপুরী সম্প্রদায়ের ভাষা উৎসব উদযাপন করা হয়েছে। বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে উৎসবের আয়োজন করা হয়।

গতকাল শুক্রবার সকালে জাতীয় পতাকা ও বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগম।

পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পর্বে বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি ও প্রাবন্ধিক এ কে শেরামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নামব্রম শংকর ও কবি আয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com