শজিমেকে দিনে ২৫ রোগীর কেমোথেরাপি

শজিমেকে দিনে ২৫ রোগীর কেমোথেরাপি
ছবি : সংগৃহীত

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ক্যান্সার বিভাগের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে হাসপাতালে ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী ও নার্সদের সমন্বয়ে একটি শোভাযাত্রা বের হয়ে হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

পরে হাসপাতাল মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, এ হাসপাতালে দিনে ২৫ রোগীকে কেমোথেরাপি দেওয়া হয়।

সেমিনারে সভাপত্বি করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল। সেমিনারে বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আলম, উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুশান্ত কুমার সরকার, ডা. মনিরুজ্জামান আশরাফ, সহকারী পরিচালক ডা. মুহাম্মাদ জাকারিয়া রানা প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com