ফুলবাড়ীতে অটো রাইস মিলে ডাকাতি

দিনাজপুরের ম্যাপ।
দিনাজপুরের ম্যাপ।ছবি : সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে দেশীয় অস্ত্রের মুখে পাহারাদারের হাত-পা বেঁধে রেখে কালী অটো রাইস মিলে ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফুলবাড়ী প্রেস ক্লাব সংলগ্ন কালী অটো রাইস মিলে এ ডাকাতির ঘটনাটি ঘটেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় ৫-৬ জনের একটি ডাকাত দল মুখে কাপড় বাঁধা অবস্থায় কালী অটো রাইস মিলে প্রবেশ করে। এরপর ডাকাত দল দেশি অস্ত্রের মুখে মিলের পাহারদার আমিন মুর্মুকে তার হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে মিলের অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে ঢুকে। এ সময় তারা অফিসের সিন্দুকসহ স্টিলের ফাইল কেবিনেট এবং ক্যাশবাক্স ভাংচুর ও তছনছ করে প্রায় দুই লাখ টাকা ও সিসি ক্যামেরার সেটআপ বক্স নিয়ে যায়।

পাহারাদার আমিন মুর্মু বলেন, প্রতিদিনের মতোই পাহারার এক সময় আচমকা ডাকাত দল দেশি অস্ত্রের মুখে কিছু বুঝে ওঠার আগেই হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে কম্বল চাপা দিয়ে শুইয়ে রাখে। এরপর তারা ভাংচুর করে ডাকাতি চালায়।

মিলের ম্যানেজার প্রমোদ চন্দ্র সরকার বলেন, তিনি সকাল সাড়ে ৮টায় এসে ডাকাতির বিষয় জানতে পারেন। ডাকাতরা প্রায় দুই লাখ টাকা ও সিসি ক্যামেরার হার্ডডিস্কসহ সেটআপ বক্স নিয়ে গেছে এবং অফিসের ফাইলপত্র তছনছ করেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালী অটো রাইস মিলের স্বত্বাধিকারী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত মোবাইল ফোনে বলেন, আমি বাসায় আছি, এখনো মিলে যাইনি। মিলে গেলেই বিস্তারিত জানা যাবে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, এটি ডাকাতির ঘটনা নয়, কালী অটো রাইস মিলে চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com