জনগণের কাছে আওয়ামী লীগের দায়বদ্ধতা আছে : সুজিত রায় নন্দী

চাঁদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে শনিবার প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
চাঁদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে শনিবার প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।ছবি : কালবেলা

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বিএনপি যখন কর্মসূচি দেয়, তখন জনমনে আতঙ্ক দেখা দেয়। জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে। রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে আওয়ামী লীগের দায়বদ্ধতা রয়েছে। আর তাই বিএনপি-জামায়াত জোটের সহিংসতার তাণ্ডবের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শান্তি সমাবেশ দিয়ে আওয়ামী লীগ রাজপথে সরব রয়েছে।

শনিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি পদযাত্রার নামে সারা দেশে বিএনপি-জামায়াত ও তাদের মিত্রদের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য এবং ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ শান্তি সমাবেশ করায় নেতাদের ধন্যবাদ জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ সরদার, সন্তোষ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, দপ্তর সম্পাদক মো. শাহআলম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বিনয় ভূষণ মজুমদার, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য বীর

মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, বদিউজ্জামান কিরণ, আবু সায়েদ সরকার, বেলায়েত হোসেন বিল্লাল, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, কৃষিবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com