
টাঙ্গাইলের বাসাইলে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ব্যাটারিচালিত অটোচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার পৌরসভার কুমারজানী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত চালকের নাম জুলহাস মিয়া (৫০)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, জুলহাস মিয়া আগে ট্রাকচালক ছিলেন। সম্প্রতি তিনি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে চালাতেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে বুধবার সকালে বাসাইল পৌরসভার কুমারজানী এলাকায় তার হাত ও মুখ বাঁধা অবস্থায় মৃতদেহ দেখতে পাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।