অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে অপহরণ করেছে কুকি-চিন

বান্দবানের ম্যাপ।
বান্দবানের ম্যাপ।ছবি : সংগৃহীত

বান্দরবানের রুমায় নির্মাণাধীন বগালেক-কেওক্রাডাং-ধুপপানিছড়া সড়ক থেকে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত সদস্যকে তুলে নিয়ে গেছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। গতকাল শুক্রবার অপহরণের বিষয়টি স্বীকার করে ফেসবুক পেজে পোস্ট দেয় কেএনএফের সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)।

অপহৃত ওই সাবেক সেনা সদস্য ২৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার। গতকাল দুপুর ১টার দিকে ‘ভা-তে কুকি’ নামে ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেয় কেএনএ। এতে আনোয়ারের ছবি দিয়ে বলা হয়, ‘কম্বিং অপারেশনে আটক ব্যক্তিদের কারাগার থেকে ছেড়ে না দিলে আনোয়ারকেও ছেড়ে দেওয়া হবে না।’ পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার উপজেলার পাসিং পাড়ায় সীমান্ত সড়ক নির্মাণকাজের সময় আনোয়ারসহ মোট ছয়জনকে তুলে নিয়ে যায় কেএনএ। এর মধ্যে বৃহস্পতিবার তিনজনকে ও শুক্রবার সকালে দুজনকে ছেড়ে দেওয়া হয়। তবে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ারকে ছেড়ে দেওয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, সড়কে ঠিকাদারির কাজে নিয়োজিত ব্যক্তির কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না পেয়ে নির্মাণ সামগ্রী পরিবহনের শ্রমিক ও নির্মাণ শ্রমিকদের ধরে নিয়ে গেছে। টাকা দিলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন শিবলী জানান, অপহৃতকে উদ্ধারে অভিযান চলছে। রুমা থানার ওসি আলমগীর হোসেন জানান, সীমান্ত সড়কে কাজের সময় অপহরণের ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় এসে অভিযোগ দেয়নি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com