
ঢাকার কেরানীগঞ্জে চাঞ্চল্যকর শাকিল হত্যা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—ইব্রাহিম চান, মো. শরিফাত, সাব্বির হোসেন মেহেদি ও জনি। গতকাল রোববার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রেস ব্রিফিং বিষয়টি জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা সুইস গিয়ার চাকু, আসামিদের ব্যবহৃত সিএনজি ও লুণ্ঠিত ইজিবাইক পুলিশ উদ্ধার করেছে। পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা জানিয়েছেন, মদের পার্টির টাকা জোগাড়ের জন্য এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।