সোনারগাঁয়ে নারীর গলাকাটা লাশ উদ্ধার

সোনারগাঁয়ে নারীর গলাকাটা লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের খেলার মাঠ থেকে রোজিনা আক্তার (৩৪) নামের নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়ার খেলার মাঠে স্থানীয়রা ওই নারীর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোজিনা আক্তার ঢাকার মিরপুরের দক্ষিণ কোটবাড়ি এলাকার আব্দুল হামিদের মেয়ে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার সঙ্গে থাকা স্মার্ট কার্ডের মাধ্যমে নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে সোনারগাঁ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com