নরসিংদীতে সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ে আগুন

নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহনের অফিস পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা
নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহনের অফিস পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা

নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহনের অফিস পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে উপজেলা সদর রোডে অবস্থিত অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এটা নাশকতা নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধাকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, অত্র ভবন ও জমির মালিক স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন। তার দাবি এটা তার রাজনৈতিক অফিসের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। এ অগ্নিকাণ্ডে তার ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হওয়ার কথা দাবি করে তিনি বলেন, এ ঘটনায় তিনি এখনো কোনো লিখিত অভিযোগ করেননি। কারও ওপর কোনো দায় চাপাতে রাজি নন। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা খুঁজে বের করুক আসলে কারা একের পর এক এমন নেক্কারজনক ঘটনা ঘটাচ্ছে।

এদিকে দৃস্কুতিকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত উপজেলা চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশীদ খান বলেন, য়ারা আমার ওপর হামলা করেছে তারাই এ ঘটনা ঘটিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল বলেন, এমপি সাহেবের রাজনৈতিক কার্যালয়ের পাশাপাশি এটা উপজেলা আওয়ামী লীগেরও অস্থায়ী কার্যালয়। এ অগ্নিকাণ্ডে আমাদের সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত বিচার চাই।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম বলেন, এ আগুন সন্ত্রাসীদের হাত থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবার রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শহীদ রবিউল আউয়াল কিরন খানের ছবিও রেহাই পায়নি। এ ষড়যন্ত্রের রাজনীতিকে ধিক্কার জানাই।

শিবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ হেলালউদ্দিন জানান, রাত ১টায় আগুণ লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সম্পূর্ণ আগুণ নিয়ন্ত্রণ আনতে দেড় ঘণ্টা সময় লাগে।

এদিকে নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধাকে আটক করেছে শিবপুর থানা পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পুবেরগাঁয়ে তার ড্রাগনবাগান থেকে থানা পুলিশ তাকে আটক করে নরসিংদী ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর থানা পুলিশ জানায়, নরসিংদী-৩ শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহনের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তাকে আটক করা হয়েছে।

আরিফুল ইসলাম মৃধা আবদুল মান্নান ভুঁইয়া পরিষদের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। কয়েক বছর ধরে তিনি রাজনীতিতে একেবারে নিষ্ক্রিয় ছিলেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দাখিল না করলেও তাকে আটকের ঘটনায় উপজেলাব্যাপী রাজনৈতিক নেতাদের মধ্যে নানা উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি কেউ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com