
ঝিনাইদহের শৈলকুপার আবাইপুর ইউনিয়নের আবু আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার স্কুল মাঠে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি ও ১১ নম্বর আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হেলাল বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস বিল্ডার্স লিমিটেড ও কালবেলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলহাজ মো. নজরুল ইসলাম দুলাল।
বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা ও মনোহারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফ রেজা মন্নু।
বিকেলে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। সন্ধ্যার পর পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।