
নাটোরের লালপুরে শিশু ধর্ষণের দায়ে রান্টু উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রান্টু উদ্দিন আহম্মদপুর গ্রামের মৃত রাফিজ উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৮ আগস্ট লালপুর উপজেলার আহম্মদপুর গ্রামের নিজ বাড়িতে ১০ বছর বয়সী শিশু কন্যাকে রেখে বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে যায় শিশুটির মা। পরে বাড়িতে ফিরে এসে সে তার শিশুকন্যাকে ডাক দিলে তার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এ সময় শিশুটির মা ঘরের দরজা খুলে ভেতরে গেলে দেখতে পায় তার শিশুকন্যাকে মুখ চেপে ধরে ধর্ষণ করছে রান্টু উদ্দিন। এ সময় শিশুটির মা তাকে ধরতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় রান্টু। পরে শিশুটির মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুকন্যা ও তার মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রান্টু উদ্দিনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। মামলা করার পর পুলিশ রান্টুকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রান্টু ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ রান্টুর বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।