মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ১০:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অভিযোগ

চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের চেয়ারম্যান মো. বেল্লাল মোল্লার অনিয়ম, স্বেচ্ছারিতা আর স্বজনপ্রীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছেন পরিষদের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্যরা। এরই মধ্যে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিকার চেয়ে ৯ ইউপি সদস্য জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। তারই প্রতিবাদে গতকাল রোববার রাস্তি ইউপি কার্যালয়ে প্রতিবাদ সভা করেছেন সদস্যরা। এ সময় চেয়ারম্যানের দায়িত্ব অবহেলার বিচার দাবি করেন তারা।

লিখিত অভিযোগে ইউপি সদস্যরা জানান, সরকারিভাবে রাস্তি ইউনিয়ন পরিষদের একজন হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর রয়েছেন। তাকে চেয়ারম্যান বেল্লাল মোল্লা তার নিজস্ব একটি কার্যালয়ে রেখে কাজ করান। যে কারণে ওই কর্মচারীকে ইউনিয়ন কার্যালয়ে পাওয়া যায় না। এখন পর্যন্ত কোনো প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করাননি। এ ছাড়া তিনি ইউনিয়ন পরিষদে কখনোই আসে না। তার ভাই বেলায়েত মোল্লাকে দিয়ে জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, ১০ টাকা কেজি মূল্যে চালসহ যাবতীয় কাজ করে থাকেন। এতে মেম্বাররা প্রতিবাদ করলে তাদের হুমকি-ধমকি দিয়ে হয়রানি করেন ওই চেয়ারম্যান। এসব অনিয়মের বিরুদ্ধ গত ১ জানুয়ারি জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ইউনিয়নের ৯ জনপ্রতিনিধি। তারা দ্রুত এর সমাধান দারি করেন।

রাস্তির ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. রুহুল আমিন খান বলেন, ‘চেয়ারম্যান তার ইচ্ছামাফিক সব কাজ করেন। আমরাও যে জনগণের ভোটে মেম্বার হয়েছি, তার কোনো কর্ণপাত তিনি করেন না। তার ভাইকে দিয়ে সব কাজ করান। এ পরিষদ গঠন হয়েছে এক বছর দুই মাসের বেশি, তার পরও কোনো প্যানেল চেয়ারম্যান গঠিত হয়নি। মাত্র একটি মিটিং ছাড়া এ পর্যন্ত কোনো মিটিং হয়নি পরিষদে। আমরা এর প্রতিকার চাই।’

আরেক মেম্বার জাফর দেওয়ান বলেন, ‘আমরা প্রতিবাদ করলে চেয়ারম্যান নিজে ও তার ভাই মিলে আমাদের হুমকি-ধমকি দেন। আমরা মেম্বার হয়েও কোনো কাজের তদারকি করতে পারি না। সবই চেয়ারম্যান এককভাবে করেন। জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত দিয়েও কোনো প্রতিকার হয়নি।’

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. রুহুল আমিন খান, আবুল বশার বেপারী, গোলাম মওলা, জাফর দেওয়ান, হাবিব বেপারী, শাসিক সরদার, মর্জিনা বেগম ও মৌসুমী হোসেন।

তবে অনিয়মের বিষয় কথা বলতে রাজি হয়নি অভিযুক্ত চেয়ারম্যান বেল্লাল মোল্লা। তবে তার ভাই বেলায়েত মোল্লা জানান, আমাদের ওপর আক্রোশে এসব কথা ছড়ানো হচ্ছে। আমার ভাই চেয়ারম্যান, তার নিজস্ব আইডি ও পাসওয়ার্ড দিয়ে নিজে কাজ করেন। এতে আমার কিছুই করার নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজার্ভ আবারো ২০ বিলিয়নের নিচে 

বেড়াতে আসা নবদম্পতির থেকে ছাত্রদল নেতার স্বর্ণালংকার ছিনতাই

নাতির গলা কেটে হত্যা করল নানা

চট্টগ্রামের স্বাস্থ্যপাড়ায় উৎকণ্ঠা, কর্মবিরতির ঘোষণা

বিপিপি থেকে মহাসচিব কাদেরের পদত্যাগ

ঢাবির এমফিল প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র আহ্বান

‘বেঁচে ফিরলে যাব তোর আসল বাড়ি’

গাইবান্ধায় গরু চুরি মামলার বাদীকে হত্যা

নেতানিয়াহুর জন্য ‘আশীর্বাদ’ হয়ে এসেছে ইরানের হামলা

টার্ম ফাইনাল পরীক্ষা দিলেন না বুয়েট শিক্ষার্থীরা

১০

প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করলে প্রেমিকা দায়ী নন : দিল্লি হাইকোর্ট

১১

কিশোরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত

১২

মা হারালেন বেবী নাজনীন

১৩

সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে উইকন

১৪

মোস্তাফিজের ‘বিকল্প’ নিল চেন্নাই!

১৫

বিশ্ববাজারে কমছে সোনার দাম

১৬

৪ দিন পর জবিতে উদযাপিত হলো বাংলা নববর্ষ 

১৭

মাদ্রিদের রক্ষণাত্মক কৌশলের সমালোচনা করতে চান না গার্দিওলা

১৮

খোলা সয়াবিন তেলের দাম কমলেও বেড়েছে বোতলজাতের

১৯

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

২০
*/ ?>
X