গোপালভোগ আম সংগ্রহ শুরু

গোপালভোগ আম সংগ্রহ শুরু

নাটোরে নির্ধারিত সময়ে কেমিক্যালমুক্ত নিরাপদ ফল নিশ্চিত করতে গোপালভোগ আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কোলাকান্তনগর গ্রামে গোপলভোগ আম বাগানে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঞা। এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আবু নাছের ভূঞা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, আড়তদার কামরুজ্জামান রউফসহ অন্যরা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com