কৌশলে রক্ষা পেল অপহৃত শিশু

নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ।

স্কুল থেকে ফেরার পথে ওয়াসিক ফারহান তাজিমকে মাইক্রোতে তুলে নেয় দুর্বৃত্তরা। গত সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে তাকে তুলে নেয় তারা। পরে পরিত্যক্ত ঘর থেকে সুকৌশলে পালিয়ে আসতে সক্ষম হয় সে।

এ বিষয়ে শিশুটির বাবা সাংবাদিক হুমায়ুন কবির তমাল যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে গতকাল মঙ্গলবার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির বাবা দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক হুমায়ুন কবির তমাল বলেন, এভাবে স্কুলের ইউনিফর্ম পরা একটি শিশুকে ছোঁ মেরে নিয়ে যেতে পারে, তা কল্পনাতীত। ঘটনা তদন্ত করে অপহরণে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। যাত্রাবাড়ী থানার এসআই আবদুর রাহিম বলেন, অভিযোগ পেয়েই আমি ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কয়েকটি সিসি ক্যামেরা চেক করেছি। অপরাধীদের খুঁজে বের করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com