
অনেক শিক্ষার্থীর পক্ষেই বেশি খরচের কারণে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে গিয়ে পড়াশোনা করা সম্ভব হয় না। তাই তুলনামূলক কম খরচে সমমানের ডিগ্রি দেওয়ার জন্য এসব দেশের কিছু বিশ্ববিদ্যালয় মূল দেশের বাইরে ক্যাম্পাস স্থাপন করে। সেরকমই একটি বিশ্ববিদ্যালয় হলো চীনের ঝিয়ামেন।
চীনে ১৯২১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন প্রখ্যাত মালয় চীনা শিক্ষাবিদ ট্যান কাহ কি। এটির মালয়েশিয়া ক্যাম্পাস হলো চীনের সুপরিচিত কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম দেশের বাইরের ক্যাম্পাস। সেলাংগরে অবস্থিত ক্যাম্পাসটি মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়া থেকে মাত্র ১৫ মিনিট দূরে অর্থাৎ দেশটির রাজধানী কুয়ালালামপুর থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। দেড়শ একর জায়গার ওপর অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে প্রথম শ্রেণির শিক্ষা এবং গবেষণার সুযোগ। বিশ্ববিদ্যালয়টিতে চায়নিজ স্টাডিজ এবং ট্র্যাডিশনাল চায়নিজ মেডিসিন বিষয়গুলো ছাড়া অন্য সব বিষয় পড়ানো হয় ইংরেজি মাধ্যমে।
২০১২ সালের এপ্রিলে মালয়েশিয়া সরকার চীন সরকারকে মালয়েশিয়ায় ঝিয়ামেন ইউনিভার্সিটির ক্যাম্পাস স্থাপনের জন্য আমন্ত্রণ জানায়। বিশ্ববিদ্যালয়টির মালয়েশিয়া ক্যাম্পাস স্থাপিত হওয়ার পর এটিতে ভর্তি কার্যক্রম শুরু হয় ২০১৫ সালের ডিসেম্বরে।
পার্টনারশিপ : বর্তমানে ঝিয়ামেন ইউনিভার্সিটির পার্টনারশিপ রয়েছে বেশ কিছু সুপ্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। এগুলো হলো অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম, নিউক্যাসল ইউনিভার্সিটি, কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন, কার্ডিফ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাসেক্স, ইউনিভার্সিটি অব স্ট্র্যাথক্লাইড ও ইউনিভার্সিটি অব হাল, নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অকল্যান্ড, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন ও মেসে ইউনিভার্সিটি, আয়ারল্যান্ডের ডাবলিন বিজনেস স্কুল, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সিনসিনাটি ও ইউনিভার্সিটি অব টেক্সাস-আর্লিংটন এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়া।
যেসব বিষয়ে পড়া যাবে : ঝিয়ামেন ইউনিভার্সিটির মালয়েশিয়া ক্যাম্পাসে আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে যেসব বিষয়ে পড়াশোনা করা যাবে সেগুলো হলো ইঞ্জিনিয়ারিং ইন সাইবার সিকিউরিটি, ইঞ্জিনিয়ারিং ইন ডেটা সায়েন্স, ম্যানেজমেন্ট ইন ই-কমার্স, ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ফিজিকস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ইন ডিজিটাল মিডিয়া টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ইন কমপিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ম্যাথমেটিকস অ্যান্ড অ্যাপ্লায়েড ম্যাথমেটিকস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেরিন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, মেরিন বায়োটেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, নিউ এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জার্নালিজম, অ্যাডভার্টাইজিং, ম্যানেজমেন্ট ইন অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট ইন ইন্টারন্যাশনাল বিজনেস ইত্যাদি।
গ্র্যাজুয়েট লেভেলের প্রোগ্রামগুলো হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন অ্যান্ড কালচার, ম্যাথমেটিকস অ্যান্ড অ্যাপ্লায়েড ম্যাথমেটিকস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, নিউ এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেরিন বায়োটেকনোলজি, নিউ এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইত্যাদি।
বৃত্তি : বিশ্ববিদ্যালয়টিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয় অধ্যয়নে বৃত্তি ও অনুদানের ব্যবস্থা আছে। যেসব বিষয়ে বৃত্তি ও অনুদান পাওয়া যাবে এমন বিষয়গুলোর মধ্যে কয়েকটি হলো এমবিএ, ম্যাট এমএসসি, মাস্টার ইন এনইএসই, পিএইচডি ইন এনইএসই, মাস্টার অব কমিউনিকেশন অ্যান্ড কালচার, পিএইচডি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাস্টার অব সায়েন্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইত্যাদি।
আবাসন : ঝিয়ামেন ইউনিভার্সিটির মালয়েশিয়া ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য আছে ক্যাম্পাসে থাকার আধুনিক ব্যবস্থা। ওয়াই-ফাই সুবিধা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রতি তলায় মাইক্রোওয়েভ ওভেন, রেফ্রিজারেটর, কেটলি ও ওয়াটার ডিসপেনসার সুবিধাসহ প্যান্ট্রি, লন্ড্রি, কার পার্কিং। আবাসন ব্যবস্থার পাশেই আছে পাঁচতলা স্টুডেন্ট অ্যাকটিভিটি সেন্টার। যেখানে আছে জিমনেশিয়াম, খেলার ব্যবস্থা, জিমন্যাস্টিকস রুম, মার্শাল আর্টস রুম, যোগ-ব্যায়ামের রুম, সুইমিং পুল ও লাউঞ্জ।
ভর্তি : ঝিয়ামেন ইউনিভার্সিটির মালয়েশিয়া ক্যাম্পাসে ভর্তি সম্পর্কিত বিস্তারিত জানা যাবে www.xmu.edu.my ওয়েবসাইট থেকে।