সিভি তৈরির আগে

মডেল : লাবণ্য বিন্দু
মডেল : লাবণ্য বিন্দুছবি : রনি বাউল

হুট করে মনে হলো দুই পাতার একটা সিভি তৈরি করতে হবে আর অমনি লিখতে বসে গেলেন, ব্যাপারটা এমন হলে সিভিতে বাদ পড়তে পারে অনেক কিছু। তাই সিভি তৈরির আগে কিছু বিষয় টুকে রাখা জরুরি। জানাচ্ছেন ফয়সল আবদুল্লাহ

ইতিবাচক মনোভাব : সিভি লেখা শুরুর আগে যেটা বেশি জরুরি, সেটা হলো পজিটিভ মুড তৈরি করে নেওয়া। মানে, চাকরি নিয়ে টেনশন বা মেজাজ গরম করে সিভি লিখতে না বসাই ভালো। নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা আত্মবিশ্বাস যত পোক্ত হবে, সেটার প্রতিফলন ধরা পড়বে সিভিতেও।

পারফরম্যান্স রিভিউ : আগের কোনো কাজ বা চাকরিতে পাওয়া প্রশংসা বা পারফরম্যান্স রিভিউ থাকলে সেটা টুকে নিন। আগের সুপারভাইজার আপনার কাজে খুশি হয়ে প্রশংসাপত্রে কী লিখল, সেটা দিয়েও শুরু করতে পারেন এ অংশ।

যত অর্জন : অনেক সময় সিভিতে আমরা নিজেদের অনেক অর্জনের কথা উল্লেখ করতে ভুলে যাই। যেমন যোগাযোগ খাত বা মার্কেটিং বিভাগের কোনো চাকরির জন্য আপনি আপনার বিতর্ক প্রতিযোগিতায় সাফল্যের কথা লিখতেই পারেন। অর্জন যদি অনেকগুলো থাকে, তবে আলাদা করে একটা পোর্টফোলিও বানিয়ে নিতে পারেন। মৌখিকের সময় যা সঙ্গে থাকলেও বেশ কাজে আসবে। এ ক্ষেত্রে অর্জন বা সাফল্যগুলোর রেফারেন্স চেক করে নিতে ভুলবেন না আবার।

নিজেকে দেখুন : সিভিতে গৎবাঁধা কিছু তথ্য তো থাকেই। এর বাইরে নিজের সম্পর্কে আর কী লেখা যায় সেটার জন্য আলাদা করে সময় বের করে শুধু নিজের সম্পর্কে পয়েন্ট টুকে নিন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com