
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৮৩ বছর বয়সী ফিলিস্তিনি নাগরিক ফুয়াদ সুবাকি। ১৭ বছর কারাভোগের পর গত সোমবার তিনি ছাড়া পান। ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বয়স্ক মানুষ। ফুয়াদ ইসরায়েলের আস্কেলন কারাগারে বন্দি ছিলেন। খবর বিবিসি ও আলজাজিরার।
অস্ত্র চোরাচালানের অভিযোগে ফুয়াদকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন ইসরায়েলের সামরিক আদালত। পরে তা কমিয়ে ১৭ বছর করা হয়। তিনি ফাতাহ মুভমেন্টের একজন জ্যেষ্ঠ কর্মী ছিলেন। ২০০২ সালে দ্বিতীয় ইন্তিফাদার চূড়ান্ত মুহূর্ত চলার সময় তাকে গ্রেপ্তার করে ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইরান থেকে কারিন নামে একটি জাহাজে করে গাজা উপত্যকায় অস্ত্র আনার চেষ্টা করেছিলেন। ওই জাহাজটি লোহিত সাগরে আটক করে ইসরায়েলি সেনারা।
সে সময় ইসরায়েল দাবি করেছিল, জাহাজটিতে ৫০ টন অস্ত্র ছিল। এতে স্বল্পপাল্লার কাতুসা রকেট, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ছিল। ইরান ও লেবাননভিত্তিক সশস্ত্র দল হিজবুল্লাহ এই অস্ত্রগুলো পাঠিয়েছিল। ২০০২ সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফুয়াদকে পশ্চিম তীরের জেরিকো শহরের কারাগারে রাখে। ওই কারাগারটি ছিল যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নিয়ন্ত্রণে। ২০০৬ সালে ওই কারাগারে হামলা চালায় ইসরায়েল। তারা ফুয়াদকে ধরে নিয়ে যায়। এরপর সামরিক আদালতে তার বিচার হয়।
উল্লেখ্য, বর্তমানে ইসরায়েলের হাতে ৪ হাজার ৭৮০ জন ফিলিস্তিনি বন্দি আছেন। এর মধ্যে রয়েছেন ২৯ নারী, ১৬০ শিশু। এ ছাড়া অভিযোগ ছাড়াই আটক আছেন ৯১৫ জন।