প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে নামলেন ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে নামলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে প্রথমবারের মতো নির্বাচনী ক্যাম্পেইন করলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত শনিবার টেক্সাসে ‘জাস্টিস ফর অল’ গানটি পরিবেশনের মাধ্যমে ট্রাম্পের নির্বাচনী প্রচার শুরু হয়। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০২৪ সালে। খবর বিবিসি ও আলজাজিরার।

টেক্সাসে করা এই ক্যাম্পেইনে সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে করা তদন্তের সমালোচনা করেন। এ সময় ট্রাম্পের রেকর্ড করা একটি প্রতিশ্রুতি ভিডিও দেখানো হয়। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের সামনে যারা বিদ্রোহ করেছিল তাদের পক্ষ নিয়ে ট্রাম্প বলেন, তারা সবাই নির্দোষ প্রমাণিত হবে। এ সময় তার বিরুদ্ধে করা তদন্তকে ষড়যন্ত্রমূলক বলেও অভিহিত করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, শত্রুরা আমাদের থামাতে মরিয়া হয়ে উঠেছে। বিরোধীরা আমাদের উদ্যম ও ইচ্ছাকে দমন করতে সম্ভাব্য সবকিছু করার চেষ্টা করেছে; কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তাদের এসব কর্মকাণ্ডের ফলে আমরা আরও শক্তিশালী হয়েছি। ২০২৪ সালে হবে আমাদের চূড়ান্ত লড়াই। এই লড়াইয়ে শত্রুরা পরাজিত হবে। শেষ হবে তাদের রাজত্ব। আপনারা আবারও আমাকে হোয়াইট হাউসে ফিরিয়ে নিয়ে যাবেন। এদেশের মানুষ আবারও স্বাধীন জাতি হবে।

গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন, তাকে গ্রেপ্তার করা হতে পারে। ২০১৬ সালে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সময় একটি ঘুষের বিষয় নতুন করে সামনে আসার পর তিনি এ কথা বলেন। পর্নো তারকা স্টোরমি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার জন্য প্রসিকিউটররা ট্রাম্পকে অভিযুক্ত করতে যাচ্ছেন। এই খবর পাওয়ার পরই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, তিনি গ্রেপ্তার হতে পারেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com