
বিশ্ববেলা ডেস্ক
উত্তর আফ্রিকার দেশ সুদানে লড়াইরত সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। গত শনিবার রাতে যুদ্ধরত দলগুলো সাত দিনের যুদ্ধবিরতির একটি চুক্তিতে স্বাক্ষর করে। খবর বিবিসি ও আলজাজিরার।
খবরে বলা হয়, মধ্যস্থতাকারী দুই দেশ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আজ (সোমবার) থেকে খার্তুম সময় রাত ৯টা ৪৫ মিনিটে যুদ্ধবিরতি কার্যকর হবে। এই চুক্তিতে মানবিক সহায়তা বিতরণ, প্রয়োজনীয় পরিষেবাগুলো পুনরায় চালু এবং হাসপাতাল ও প্রয়োজনীয় সরকারি অবকাঠামোগুলো থেকে বাহিনী প্রত্যাহারেরও কথা বলা হয়েছে।
এর আগে দুপক্ষের মধ্যে হওয়া একাধিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হয়েছিল। এবারের চুক্তিটি যুক্তরাষ্ট্র-সৌদি এবং আন্তর্জাতিকভাবে সমর্থিত একটি পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। চুক্তি সইয়ের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, বন্দুকগুলোকে নীরব করার এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার এটাই উপযুক্ত সময়।