
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা আজ ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। শুক্রবার এ পদক্ষেপ নিয়ে ইমরান খানকে শনিবার ট্রায়াল কোর্টে হাজির হওয়ার সুযোগ দিলেন আদালত। সেখানে ইমরানের বিরুদ্ধে তোষাখানা মামলার শুনানি চলছে।
ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক গ্রেপ্তারি পরোয়ানা স্থগিতের রায়ে ইসলামাবাদ সেশন আদালত এবং পুলিশকে ইমরানের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করারও নির্দেশ দেন। আদালতে ইমরানের আইনজীবী বলেন, যা কিছুই ঘটুক ইমরান আগামীকাল (শনিবার) আদালতে হাজির হবেন।