রাহুলের সংসদ পদ বাতিলের দাবি বিজেপির

বিশ্ববেলা ডেস্ক
রাহুলের সংসদ পদ বাতিলের দাবি বিজেপির

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছেন বিজেপির এমপি নিশিকান্ত দুবে। আদনি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অসম্মান করেছে দাবি করে নিয়ম ভঙ্গের অভিযোগে রাহুলকে নোটিশ দেয় সংসদীয় কমিটি। গত শুক্রবার কমিটির বৈঠকে রাহুলের পদ বাতিলের দাবি জানান দুবে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, বিষয়টি বর্তমানে কমিটির বিবেচনাধীন রয়েছে। ওই কমিটির চেয়ারম্যান হলেন বিজেপির সংসদ সদস্য সুনীলকুমার সিং। শুক্রবার কমিটির বৈঠকে বিহার থেকে নির্বাচিত বিজেপি নেতা দুবে কেন রাহুলের সদস্যপদ খারিজ করা উচিত, সে বিষয়ে তার যাবতীয় বক্তব্য পেশ করেন। যদিও রাহুল এ বিষয়ে তার বক্তব্য এরই মধ্যে কমিটির কাছে জমা দিয়েছেন।

সম্প্রতি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারবাজারে কারচুপি ও জালিয়াতির মাধ্যমে সম্পদ বৃদ্ধির অভিযোগ আনে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চ।

বিষয়টির তদন্ত দাবি করে বিরোধীরা। এ নিয়ে সংসদের উভয় কক্ষে আলোচনার দাবি জানানো হয়; কিন্তু বিজেপি সরকার দাবিটি উপেক্ষা করে।

লোকসভার বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণের ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের ওপর বিতর্কে অংশগ্রহণের সুযোগে রাহুলসহ বিরোধীদলীয় সদস্যরা শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করেন। বিজেপির দাবি, ওই ভাষণের মাধ্যমে কংগ্রেস নেতা প্রধানমন্ত্রীর অসম্মান ও কুৎসা করেছেন। দুবেও রাহুলের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ আনেন। এরপর স্পিকার ওম বিড়লা বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠান। রাহুলকে শোকজও করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com