দুর্নীতি মামলাইমরানকে ন্যাবের কার্যালয়ে হাজিরের নির্দেশ

বিশ্ববেলা ডেস্ক
দুর্নীতি মামলাইমরানকে ন্যাবের কার্যালয়ে হাজিরের নির্দেশ

আলোচিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নামে সমন জারি করেছে দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব)। সমনে তাকে আগামী ২৩ মে ন্যাবের রাওয়ালপিন্ডি কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর দ্য ডন ও জিও নিউজের।

গত শুক্রবার রাতে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের জামান পার্ক এলাকায় ইমরানের বাসভবনে যায় ন্যাবের দুই সদস্যের একটি দল। সেখানে পিটিআই চেয়ারম্যানের লিগ্যাল টিমের সদস্যদের কাছে সমন হস্তান্তর করা হয়।

এদিকে সাবেক এই প্রধানমন্ত্রী পেটব্যথায় কাতর হয়ে গতকাল শনিবার ভোরে হাসপাতালে যান। শওকত খানম হাসপাতালে তিনি প্রায় চার ঘণ্টা ছিলেন। নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এরপর তিনি বাড়িতে ফিরে যান। পিটিআইয়ের টুইটার পেজে দেওয়া এক ভিডিওতে তাদের চেয়ারম্যানকে হাসপাতালের উদ্দেশে জামান পার্কের বাড়ি ছাড়তে দেখা যায়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com