
ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিন বলেছেন, বাখমুত থেকে তাদের সেনা প্রত্যাহার শুরু হয়েছে। বাখমুতের নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে সেনা প্রত্যাহার করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব জানান। এর আগে তিনি বলেছিলেন, তার সঙ্গে প্রায় ৫০ হাজার বন্দি যুদ্ধে যোগ দিয়েছিলেন। এর মধ্যে ২০ শতাংশের মৃত্যু হয়েছে। অর্থাৎ ১০ হাজার রুশ সেনা ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন। খবর বিবিসি ও আলজাজিরার।
প্রিগোজিন বলেন, আমরা বাখমুত থেকে ইউনিট সরিয়ে নিচ্ছি। ২৫ মে সকাল ৫টা থেকে ১ জুন পর্যন্ত এই সেনা প্রত্যাহার প্রক্রিয়া চলবে। বেশিরভাগ ইউনিটই যুদ্ধক্ষেত্রের পেছনে ক্যাম্পে থাকবে। আমরা আমাদের অবস্থানগুলো সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করব। ভিডিওতে ওয়াগনার প্রতিষ্ঠাতাকে যুদ্ধের পোশাকে যুদ্ধবিধ্বস্ত একটি আবাসিক ব্লকের পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়।
উল্লেখ্য, গত শনিবার প্রিগোজিন দাবি করেন, তার বাহিনী বাখমুতের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিয়েছে। দীর্ঘ, রক্তাক্ত এক লড়াইয়ের পর ওয়াগনার তার লক্ষ্য অর্জন করতে পেরেছে। ইউক্রেনে যুদ্ধে আসার আগে রাশিয়ার একাধিক জেল ঘুরে তিনি সেনা নিয়োগ করেন। বন্দিদের অনেকেই যুদ্ধে যাওয়ার প্রস্তাব গ্রহণ করেছিলেন।