রামচন্দ্র পাওদেল নেপালের নতুন প্রেসিডেন্ট

রামচন্দ্র পাওদেল।
রামচন্দ্র পাওদেল।ছবি : সংগৃহীত

নেপালের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রামচন্দ্র পাওদেল দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নেপালের পার্লামেন্টের বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্টের (সিপিএন-ইউএমএল) ভাইস চেয়ারম্যান সুভাষ চন্দ্র নেমবাংকে ১৮ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করে দেশটির তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। খবর কাঠমান্ডু পোস্টের। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানী কাঠমান্ডুর নিউ বানেশ্বর এলাকায় অবস্থিত পার্লামেন্ট ভবনে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ, চলে বিকেল ৩টা পর্যন্ত। ভোট গণনা শেষে রামচন্দ্র পাওদেলকে দেশের নতুন প্রেসিডেন্ট ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com