
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত দপ্তর থেকে পাওয়া গেছে পুরোনো বেশ কিছু গোপনীয় নথি। সরকারি এসব নথি বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালের। সিএনএন জানায়, গত শরতে নথিগুলো পাওয়া যায়। তবে গত সোমবার বাইডেনের আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেন। এর সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শিকাগোর অ্যাটর্নিকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। রিপাবলিকান দলের কংগ্রেস সদস্যরা এ বিষয়ে নোটিশ উত্থাপন করবেন বলে আভাস পাওয়া গেছে।