
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আলোচিত ভারত জোড়ো যাত্রা এ মুহূর্তে অবস্থান করছে জম্মু-কাশ্মীররে। মঙ্গলবার জন্মুতে এ যাত্রায় সংহতি প্রকাশ করে অংশ নেন ভারতের বিশিষ্ট অভিনেত্রী ও রাজনীতিক ঊর্মিলা মার্তন্ডকর। যাত্রার একপর্যায়ে রাহুল গান্ধীর হাত ধরে তাকে হাঁটতে দেখা যায় এনডিটিভি