বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ১০:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনাকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে ইসরায়েলে। গত রোববার এ বিক্ষোভ চরম আকার ধারণ করে। বিচারব্যবস্থা সংস্কার নিয়ে কথা বলায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে বিক্ষোভ আরও জোরালো আকার ধারণ করেছে। খবর বিবিসি ও আলজাজিরার।

খবরে বলা হয়, রোববার প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রীকে ডেকে পাঠান এবং তাকে বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গ্যালান্টের প্রতি তার আর আস্থা নেই। এর প্রতিবাদে রাজপথে বিক্ষোভে নেমেছে দেশটির লাখ লাখ মানুষ।

নেতানিয়াহুর নেওয়া বিচারব্যবস্থা সংস্কার নিয়ে ক্ষমতাসীন লিকুদ পার্টির প্রথম জ্যেষ্ঠ সদস্য গ্যালান্ট, যিনি এ উদ্যোগের বিরুদ্ধে কথা বলেছেন। প্রধানমন্ত্রীকে তার সরকারের নেওয়া বিতর্কিত প্রস্তাবগুলো বাতিলের আহ্বান জানিয়েছিলেন তিনি। বিচারব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে দেশটিতে। দিনে দিনে অসন্তোষ আরও বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নেতানিয়াহুর পদত্যাগের দাবিও জোরালো হচ্ছে। দেশটির রাজনৈতিক অঙ্গনেও চরম অস্থিরতা দেখা দিয়েছে। সেনাবাহিনীর মধ্যে জন্ম নিয়েছে অসন্তোষের।

এমন পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করে চলমান অস্থিরতাকে আরও উসকে দিয়েছেন নেতানিয়াহু। রোববার সন্ধ্যা থেকেই রাজপথে জনতার ঢল নামে। আন্দোলনকারীরা সড়কে আগুন জ্বালিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা জেরুজালেমে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির কাছাকাছি পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেধে যায়।

ক্ষুব্ধ জনগণ তেল আবিবের প্রধান সড়ক অবরোধ করে। রাস্তায় নীল-সাদা পতাকা ওড়ায়। কিছুক্ষণের মধ্যে জনসমুদ্রে পরিণত হয় রাজপথ। বিয়ারশেবা, হাইফা, জেরুজালেমসহ অনেক জায়গায় বিক্ষোভ হয়। পার্লামেন্টের দিকেও অগ্রসর হতে দেখা যায় বিক্ষোভকারীদের। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেন, যত দ্রুত সম্ভব সমঝোতা খুঁজে বের করতে ইসরায়েলি নেতাদের আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র।

দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ ও বেনি গ্যান্টজ এক যৌথ বিবৃতিতে বলেন, রাজনৈতিক খেলায় রাষ্ট্রীয় নিরাপত্তা একটি কার্ড হিসেবে ব্যবহৃত হতে পারে না। নেতানিয়াহু রেডলাইন অতিক্রম করেছেন। প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্তের বিষয়টি জানার পরপরই ৬৪ বছর বয়সী গ্যালান্ট টুইটারে বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তা সবসময়ই আমার জীবনের লক্ষ্য ছিল এবং থাকবে।

উল্লেখ্য, ইসরায়েলের নতুন সরকার দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত পার্লামেন্টে ভোটের মাধ্যমে বদলে দেওয়ার ক্ষমতার বিষয়ে প্রস্তাব এনেছে। বিচারক নিয়োগের ক্ষমতাও পার্লামেন্টের হাতে দেওয়ার প্রস্তাব করেছে নেতানিয়াহু সরকার। এরই জেরে চলছে প্রতিবাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল

ডেমরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফের আচরণবিধি লঙ্ঘন করেছেন চেয়ারম্যান প্রার্থী, নীরব প্রশাসন

ভোটের তিন বছর পর কাউন্সিলর হচ্ছেন আলী আহাম্মদ

পাবনায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

শুধু আ.লীগের লোকজন ভিজিএফ ও টিসিবি কার্ড পাবে

ছেড়ে গেছেন সন্তানরা, সংসার টানছেন ১০৭ বছরের বৃদ্ধা

৫ হাজার টাকায় স্ত্রীকে ‘মাদক কারবারির’ হাতে তুলে ‍দিলেন স্বামী

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে হাজারো মানুষের ভিড়

১০

সাতক্ষীরায় এমপির গাড়িতে হামলা

১১

জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল

১২

মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত

১৩

খরুচে বোলিং মোস্তাফিজের, চেন্নাইয়ের হার

১৪

এফডিসিতে ৫৭০ ভোটারের সংবাদ সংগ্রহে ৩০০ সাংবাদিক

১৫

যশোরে অধিকাংশ টিউবওয়েলে মিলছে না পানি

১৬

বিদেশি শ্রমিকদের সুখবর দিল কুয়েত

১৭

এফডিসিতে ফিরেছেন নির্বাচন কমিশনার, খোঁজ নেই নিপুনের

১৮

চাঁদপুরে পূবালী ব্যাংক কর্মকর্তা নিখোঁজের ঘটনায় ৮ কর্মকর্তা বদলি

১৯

বিআরটিএর অভিযানে ৪০৫ মামলা, ১০ লাখ টাকা জরিমানা 

২০
*/ ?>
X