
এবার ট্রেন চালাবেন সৌদি আরবের নারীরা। এ লক্ষ্যে দেশটির রেলওয়ে কোম্পানি ৩২ নারী চালককে চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে। তারা মক্কা থেকে মদিনা ও জেদ্দা লাইনের হারমাইন এক্সপ্রেস প্রজেক্টের ট্রেন চালাবেন। এ কোম্পানি মূলত হাজি ও ওমরাহ পালনকারীদের ট্রেন সেবা দেয়। গত রোববার বিষয়টি জানায় সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজের।
খবরে বলা হয়, প্রথমে ৩২ নারীকে বাছাই করে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর তাদের ট্রেন চালানোর পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় পাস করার এসব নারী এখন কাজে নেমে পড়বেন। এ নিয়ে খুবই উদ্বুদ্ধ নারী ট্রেনচালকরা। জানালেন, এরকম একটি রোমাঞ্চকর কাজের সুযোগ পেয়ে তারা বেশ উচ্ছ্বসিত।
তাদেরই একজন থারা আলি আল-জাহরানি। বলেন, গত বছর যখন পলিটেকনিক এই চাকরির বিজ্ঞপ্তি দেয়, আমি আবেদন করি। সাক্ষাৎকার এবং পরীক্ষার পর আমি প্রথম ব্যাচের জন্য নির্বাচিত হই। সৌদি সরকারের ভিশন ২০৩০-এর কার্যক্রম দেখে তার মধ্যে নিজ দেশকে সেবা দেওয়ার মানসিকতা তৈরি হয় বলেও জানান তিনি। নির্বাচিত শিক্ষার্থীদের তাত্ত্বিক এবং হাতে-কলমে ট্রেন চালনা ও নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
রোতেলা ইয়াসের নাজ্জার নামে অন্য এক নারী ট্রেনচালক জানান, সৌদি সরকার নারীদের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ দিয়েছে। ট্রেন চালানোর সুযোগও মিলছে তাদের। রানিম তালাল আজোজ নামে আরেকজন জানান, হজ ও ওমরাহ পালনকারীদের সেবা দিতে পারবেন—এ কথা জানার পর তিনি ট্রেনচালক হওয়ার জন্য বেশি উদ্বুদ্ধ হয়েছেন।