
সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত এলাকা সাগরদীঘিতে পরাজিত হয় রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। মুসলিম অধ্যুষিত এই এলাকায় পরাজয়ের কারণ জানতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে তৃণমূল। রাজ্যের চার মুসলিম মন্ত্রী এই কমিটির সদস্য। খবর আনন্দবাজার পত্রিকার।
মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা আসনের সাগরদীঘি বিধানসভার তিনবারের তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে আসনটি শূন্য হয়। ওই আসনের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায় গোহারা হারেন। তার এই হার মানতে পারছে না তৃণমূল। সাগরদীঘির এই ফল দলটিকে ভাবিয়ে তুলেছে। কারণ খতিয়ে দেখতে এ কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস।