
ব্রিটেনে বেতনবৈষম্য দূর করার দাবিতে ধর্মঘট পালন করছেন দেশটির কনিষ্ঠ চিকিৎসক ও স্বাস্থ্যসেবা খাতের কর্মীরা। রাস্তায় নেমে তারা বিক্ষোভ করছেন। স্থানীয় সময় গত সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনের ধর্মঘট। এতে দেশটিতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতি ঘণ্টায় তারা যে পরিমাণ মজুরি পান, তার চেয়ে বেশি মজুরি পান সেদেশের অভিজাত কফিশপের কর্মীরা। মূল্যস্ফীতি রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় এত অল্প মজুরিতে তারা চলতে পারছেন না। তাই ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) আওতাধীন কনিষ্ঠ চিকিৎসক, নার্স, প্যারামেডিকরা মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করছেন। ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ট্রেড ইউনিয়ন জানায়, দেশটিতে কনিষ্ঠ চিকিৎসক ও স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের সর্বনিম্ন মজুরি ঘণ্টায় মাত্র ১৪ দশমিক শূন্য ১ পাউন্ড।