
যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার উপকূলীয় শহর হাফ মুন বেতে দুটি পৃথক স্থানে এ হামলা হয়।
হামলাকারীর নাম ঝাও চুনলি (৬৭)। তিনি স্থানীয় বাসিন্দা। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে সান মাতেও কাউন্টি শেরিফ ক্রিস্টিনা কর্পাস বলেন, সন্দেহভাজন অপরাধীকে হেফাজতে রাখা হয়েছে। এখন ওই এলাকার বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই। আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে চারজনের মরদেহ একটি মাশরুম খামারে পাওয়া যায়। সেখান থেকে কিছু দূরে বাকি তিনজনের মরদেহ ছিল। তদন্তকারীরা এখনো এ হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানতে পারেননি। এর আগে গত শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের কাছে একটি বলরুম ডান্স স্টুডিওতে হামলা চালায় এক বন্দুকধারী। এতে ১৯ জন হতাহত হন।