এক মাসেও ঘুম ভাঙে না তাদের

বিশ্ববেলা ডেস্ক
এক মাসেও ঘুম ভাঙে না তাদের

সুস্থ থাকার জন্য মানুষের সঠিক মাত্রায় ঘুম খুবই জরুরি। বিশেষজ্ঞদের মতে, একজন মানুষের দৈনিক সাত-আট ঘণ্টা ঘুম প্রয়োজন। তবে এর ব্যতিক্রমও রয়েছে। কেউ এর চেয়ে কম সময় ঘুমান। কেউবা আরেকটু বেশি ঘুমান। এটাকে স্বাভাবিক ঘটনা হিসেবেই ধরা হয়। কিন্তু যদি শোনেন কেউ কেউ টানা এক মাস ঘুমান তাহলে কেমন লাগবে! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এমন ঘটনা অহরহ ঘটছে কাজাখস্তানের কালাচি গ্রামে। খবর দ্য গার্ডিয়ানের।

কালাচি গ্রামের মানুষ একবার ঘুমালে সহজে তা ভাঙে না। কয়েক দিন এমনকি টানা এক মাস পর্যন্ত তারা ঘুমিয়ে থাকতে পারে। তাই এই গ্রামকে স্লিপি হোলো বলা হয়। এ গ্রামের কিছু মানুষ আছে, যাদের ঘুমানোর পর বহু ডাকাডাকি করেও জাগানো যায় না। একটানা দীর্ঘদিন ঘুমানোর বিষয়টি শুনতে বেশ উপভোগ্য মনে হলেও কালাচির মানুষের জন্য এটা মোটেই সুখকর নয়। বরং তারা এতে খুবই কষ্ট পায়। অনেক সময় এমনও হয়েছে যে, একজন মানুষ রাস্তার মাঝখানে ঘুমিয়ে পড়েছে। তারপর দীর্ঘদিন ধরে সেখানেই ঘুমিয়ে রয়েছে। গ্রামটির জনসংখ্যা প্রায় ৬০০। কিছু গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, জনসংখ্যার ১৪ শতাংশের দীর্ঘ ও গভীর ঘুমের সমস্যা রয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com