
ব্রুনাইয়ে বেশ জাঁকজমক আর ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল এক রাজকীয় বিয়ে। ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর মেয়ে রাজকুমারী আজেমাহর সঙ্গে তার চাচাতো ভাই রাজকুমার বাহার ইবনি জেফরি বলকিয়াহর এ বিয়ে সম্পন্ন হয়। গত ১১ জানুয়ারি এ বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। ৩৮ বছর বয়সী রাজকুমারী আজেমাহর বিয়ের আনুষ্ঠানিকতা তার বাবার সরকারি রাজকীয় বাসভবন বন্দর সেরি বেগাওয়ানের ইস্তানা নুরুল ইমানে সম্পন্ন হয়।
বিয়ের ধর্মীয় রীতিগুলো প্রথা অনুযায়ী ওমর আলী সাইফুদ্দিন মসজিদে সেরে ফেলা হয়। কয়েকদিন ধরে চলা এ বিয়ের সম্পূর্ণ আনুষ্ঠানিকতা শেষে সুলতান নবদম্পতির জন্য তার রাজপ্রাসাদেই একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। রাজকুমারী আজেমাহ সুলতানের পঞ্চম কন্যা। তিনি কিংস্টন বিশ্ববিদ্যালয়ের একজন গ্র্যাজুয়েট। তিনি ব্রুনাইয়ের জাতীয় নেটবল টিমের ক্যাপ্টেন। এ ছাড়া তিনি ব্রুনাইয়ের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করছেন। রাজকুমারী আজেমাহ সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন। ডেইলি মেইল।