
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল সোমবার ভারতের কাশ্মীরে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামীকাল। এবারের সম্মেলনে ২০ দেশের ৬০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ভারত আশা করছে, কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত এই সম্মেলন পর্যটনের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেবে। খবর এনডিটিভি ও বিবিসির।
ভারতের পর্যটন সচিব অরবিন্দ সিং বলেন, জম্মু-কাশ্মীরকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তার কোনো কমতি রাখা হয়নি। ডাল লেক এবং এসকেআইসিসির আশপাশে যেখানে সম্মেলনটি অনুষ্ঠিত হবে, সেখানে এলিট এনএসজি, মেরিন কমান্ডো, প্যারা মিলিটারি ট্রুপস, স্থানীয় পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলো পর্যাপ্তসংখ্যক বাহিনী মোতায়েন করেছে।